চীন-উত্তর কোরিয়ার বন্ধুত্বের বছরকে সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে নিতে প্রস্তুত চীন
2024-04-12 18:12:13

এপ্রিল ১২, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্বের বছরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে গ্রহণ করতে চীন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান চাও ল্যচি। বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়ার(উত্তর কোরিয়া) সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির স্থায়ী কমিটির চেয়ারম্যান চো রিয়ং হের সঙ্গে আলোচনায় তিনি একথা বলেন। 

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য চাও কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর প্রেসিডিয়াম সদস্য চোকে বলেন, চীন ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী বন্ধুত্ব আগের প্রজন্মের দলীয় ও জাতীয় নেতাদের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে। 

চাও বলেন, সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিনপিং বারবার বলেছেন যে সিপিসি এবং চীন সরকার দুই দেশের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রতি অত্যন্ত গুরুত্ব দেয় এবং এটি দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখা, সুসংহত করা এবং বিকাশের জন্য চীনের অটল কৌশল। 

এই বছর চীন এবং উত্তর কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ তম বার্ষিকী উল্লেখ করে চাও বলেন, সিপিসির সাধারণ সম্পাদক সি এবং ওয়ার্কার্স পার্টির জেনারেল সেক্রেটারি কিম জং উন নববর্ষের অভিনন্দন বার্তা বিনিময় করেছেন এবং যৌথভাবে ২০২৪ কে "চীন-ডিপিআরকে বন্ধুত্বের বছর" হিসাবে মনোনীত এবং কার্যক্রমের একটি সিরিজ চালু করেছেন।

চীন উভয় পক্ষ এবং উভয় দেশের শীর্ষ নেতাদের দ্বারা উপনীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নের জন্য ডিপিআরকে-এর সাথে কাজ করতে প্রস্তুত বলেও জানান চাও। 

দুই পক্ষ আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি এবং কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছে।

আলোচনার পর, চাও এবং চোয়ে কূটনৈতিক এবং পরিষেবা ভিসার পারস্পরিক ছাড়, পারস্পরিক অনুবাদ এবং চিরায়ত সাহিত্যের প্রকাশনা, কাস্টমস কোয়ারেন্টিন, রেডিও এবং টেলিভিশন এবং ডাক সরবরাহসহ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে সহযোগিতার নথি  স্বাক্ষর করেন। তারা যৌথভাবে চীনা দল ও সরকারি প্রতিনিধি দলের জন্য ডিপিআরকে আয়োজিত ভোজসভায় যোগ দেন।

শান্তা/ফয়সল