জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় আইএইএ’র চেষ্টাকে চীনের সমর্থন
2024-04-12 10:57:10

এপ্রিল ১২: ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল (বৃহস্পতিবার) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বিশেষভাবে আয়োজিত সম্মেলনে আলোচনা করা হয়।

 

সংস্থাটিতে চীনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লি সোং সম্মেলনে চীনের অবস্থান ও কার্যক্রম ব্যাখ্যা করেছেন।

 

তিনি বলেন, ইউক্রেন সংকট দু’বছরের বেশি সময় ধরে চলছে। যুদ্ধকালীন পরিবেশে পরমাণু সরঞ্জামের নিরাপত্তা কঠোর চ্যালেঞ্জের মুখে পড়ে। পরমাণু দুর্ঘটনার প্রভাব জাতীয় সীমানা ছাড়িয়ে যায় এবং এখানে ভুলের কোন অবকাশ নেই।  

তিনি আরও বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে চীনের প্রকাশিত ‘রাজনৈতিকভাবে ইউক্রেন সংকট সমাধানে চীনের অবস্থান’ দলিলে স্পষ্টভাবে পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের মতো শান্তিপূর্ণভাবে ব্যবহার হওয়া পরমাণু সরঞ্জামের ওপর সশস্ত্র আক্রমণের বিরোধিতা করা হয় এবং কৃত্রিম পরমাণু দুর্ঘটনা এড়ানোর কথা গুরুত্বের সঙ্গে বলা হয়।

 

চীন আইএইএ’কে নিরবচ্ছিন্নভাবে বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে, পরমাণু সরঞ্জামের নিরাপত্তা ও সুরক্ষার জন্য গঠনমূলক ভুমিকা পালন করতে সমর্থন দেয়।

 

লি সোং জোর দিয়ে বলেন, পরমাণু নিরাপত্তা সমস্যা ইউক্রেন সংকটের একটি দিক, এর সমাধান ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের ওপর নির্ভর করে। চীন অব্যাহতভাবে বিষয়গত ও নিরপেক্ষ অবস্থান বজায় রেখে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাবে এবং ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানের জন্য গঠনমূলক ভুমিকা পালন করতে থাকবে।

(প্রেমা/শান্তা/ছাই)