ডব্লিউটিওতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের বাণিজ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান চীনের
2024-04-12 14:58:39

এপ্রিল ১২: চীন ডব্লিউটিওতে ‘(তথ্য প্রযুক্তি চুক্তি) আইটিএ এর কার্যকারিতা এবং প্রাসঙ্গিকতা বাড়ানোর জন্য  একটি প্রস্তাব’ পেশ করেছে। গতকাল(বৃহস্পতিবার) এ প্রস্তাব পেশ করে চীন।

এ উপলক্ষ্যে চীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের বাণিজ্যে সহযোগিতা জোরদার করারও আহ্বান জানায় যা সদস্যদের কাছ থেকে ব্যাপক সাড়া পায়। 

চীন উল্লেখ করেছে, তথ্য ও যোগাযোগ পণ্যের বাণিজ্যে উন্মুক্ত, স্বচ্ছ এবং পূর্বাভাসযোগ্য বৈদেশিক বাণিজ্যের পরিবেশ প্রদান করা হয় আইটিএ-এর মাধ্যমে। সাস্প্রতিক বছরগুলোতে বিশ্বের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প দ্রুত বিকশিত হয়েছে। সমস্ত পক্ষ ডব্লিউটিওর সদস্যদের মধ্যে সহযোগিতা জোরদার করবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে সংশ্লিষ্ট কাজকর্মকে এগিয়ে নেবে। তাই ডব্লিউটিওকে প্রতি বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের উপর একটি বৈদেশিক বাণিজ্য রিপোর্ট প্রকাশ করার আহ্বান জানিয়েছে চীন। এর ফলে সংশ্লিষ্ট পণ্যের শুল্কসংশ্লিষ্ট  বাধা দূর করা এবং শিল্প ও নীতিনির্ধারণকদের মধ্যে আলোচনাকে এগিয়ে নেয়া সম্ভব হবে।  

সংস্থার সদস্যরা চীনা প্রস্তাবকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তারা মনে করেছেন, প্রস্তাবটি গঠনমূলক এবং ইতিবাচক। চীনের সঙ্গে প্রাসঙ্গিক কাজ প্রসঙ্গে আরও আলোচনা ও পরিমার্জনের ইচ্ছা প্রকাশ করেছেন তারা।  

(অনুপমা/শান্তা)