‘জাপান ও যুক্তরাষ্ট্রের উচিত চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা’
2024-04-12 16:57:02

এপ্রিল ১২: জাপানে চীনা দূতাবাসের জনৈক মুখপাত্র আজ (শুক্রবার) এক সাংবাদিক সম্মেলনে বলেন, আগের দিন জাপান ও যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দের বৈঠকে চীন সম্পর্কে নেতিবাচক কথাবার্তা হয়েছে, যা অগ্রহণযোগ্য। জাপানের উচিত চীনের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগকে সম্মান করা।

মুখপাত্র বলেন, জাপান ও যুক্তরাষ্ট্রের তত্পরতা দ্বন্দ্বকে উস্কে দেবে এবং এতদঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে নষ্ট করবে। জাপান ইতোমধ্যেই চীনের সাথে কৃত ‘চার-দফা রাজনৈতিক নীতি’ এবং আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি লঙ্ঘন করেছে; চীন যার তীব্র নিন্দা করে।

চীনা মুখপাত্র আরও বলেন, তিয়াওইউ দ্বীপ ও এর অধিভুক্ত দ্বীপগুলো হলো চীনের অবিচ্ছেদ্য অংশ। আর তাইওয়ান হচ্ছে চীনের অভ্যন্তরীণ ব্যাপার। দক্ষিণ চীন সাগর ইস্যুতেও জাপান কোনো পক্ষ নয়। এ সত্যের প্রেক্ষাপটে, জাপানের উচিত বিশৃঙ্খলা সৃষ্টিকারী অপতত্পরতা বন্ধ করা। (ছাই/আলিম)