কোন বাহ্যিক শক্তি চীনের ভূখণ্ডের সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার রক্ষার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারবে না
2024-04-11 13:36:29

এপ্রিল ১১: কোন বাহ্যিক শক্তির হস্তক্ষেপ চীনের নিজের ভূখণ্ডের সার্বভৌমত্ব ও সামুদ্রিক অধিকার রক্ষার সিদ্ধান্ত ও মনোবলের ওপর প্রভাব ফেলবে না। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

 

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফিলিপাইন ও জাপান দক্ষিণ চীন সাগরে যৌথ সামরিক মহড়া করে।

 

এছাড়া জানা গেছে যুক্তরাষ্ট্র, জাপান ও ফিলিপাইনের আসন্ন শীর্ষ সম্মেলনে ‘দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা ও নৌভ্রমণ স্বাধীনতা’ রক্ষা সংক্রান্ত এক চুক্তি নিয়ে আলোচনা  হবে।

এ সম্পর্কে মাও নিং বলেন, দক্ষিণ চীন সাগরে নৌভ্রমণের স্বাধীনতায় কোন সমস্যা নেই। চীন ও আসিয়ানের যৌথ প্রচেষ্টায় দক্ষিণ চীন সাগরে সাধারণ শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থা বজায় রাখা হচ্ছে।

 

তবে, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের জেনারেল জন অ্যাকুইলিনোর দক্ষিণ চীন সাগর সম্পর্কিত ভ্রান্ত মন্তব্য প্রসঙ্গে মাও নিং বলেন, নানশা দ্বীপপুঞ্জ চীনের আদি ভূখণ্ড। তিনি আরও বলেন, সমুদ্রে চীনের অধিকার রক্ষা ও আইন প্রয়োগের ব্যবস্থা নির্ভুল, বৈধ ও নিন্দাহীন।

 

(প্রেমা/শান্তা/ছাই)