টোকিওতে চীন-জাপান মানব বিনিময় ফোরাম
2024-04-11 19:38:42

এপ্রিল ১১: চীনের গণ কূটনৈতিক সমিতি ও টোকিওতে চীনা দূতাবাসের উদ্যোগে, চীন-জাপান উচ্চ-স্তরের মানব বিনিময় ফোরাম গতকাল (বুধবার) টোকিওতে অনুষ্ঠিত হয়।

এবারের ফোরামের মূল প্রতিপাদ্য ছিল: ‘নতুন সময়পর্বে স্থিতিশীল চীন-জাপান সম্পর্ক গড়ে তোলা’। চীনের গণ কূটনৈতিক সমিতির প্রধান উ হাই লুং, জাপানে চীনের রাষ্ট্রদূত উ চিয়াং হাও এবং জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রীসহ শতাধিক অতিথি এবারের ফোরামে অংশ নেন। 

অংশগ্রহণকারীরা মনে করেন, চীন ও জাপানের মধ্যে বর্তমান সম্পর্ক সন্তোষজনক নয়। পারস্পরিক রাজনৈতিক আস্থার অভাব, জনস্বার্থের প্রতি মনোযোগের ক্রমাবনতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের মতো অনেক সমস্যা রয়েছে। তাই, মানব বিনিময় থেকে শুরু করে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি করা খুবই প্রয়োজন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)