‘জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনি আবেদনকে সমর্থন করে চীন’
2024-04-11 19:13:53

এপ্রিল ১১: জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনের আবেদনকে সমর্থন করে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

মুখপাত্র বলেন, ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের বর্তমান দফা এখনও দীর্ঘায়িত হচ্ছে, যা একটি গুরুতর মানবিক সংকট সৃষ্টি করছে। একই সাথে, এটি আবারও আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছে যে, শুধুমাত্র "দুই-রাষ্ট্র" তত্ত্ব সম্পূর্ণরূপে বাস্তবায়নের মাধ্যমে আমরা ঐতিহাসিক অবিচার সংশোধন করতে পারি।

উল্লেখ্য, গত সোমবার নিরাপত্তা পরিষদ একটি সভা করে এবং পর্যালোচনার জন্য "নতুন সদস্য গ্রহণ সংক্রান্ত কমিটি"-র কাছে ফিলিস্তিনের আবেদন জমা দেয়। আর, ইসরায়েলের সাথে বৃহত্তর চুক্তি ছাড়া জাতিসংঘে ফিলিস্তিনের আনুষ্ঠানিক সদস্যপদ পাওয়ার বিরোধিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। (স্বর্ণা/আলিম/ছাই)