‘নম্রতা ও মহত্ত্ব: রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী’ প্রকাশ করেছে চীনা প্রকাশনা সংস্থা
2024-04-11 14:06:32

এপ্রিল ১১: রবীন্দ্রনাথ ঠাকুরের ১৯২৪ সালের চীন সফর ছিল চীন ও ভারতের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের ইতিহাসে একটি বড় ঘটনা।

‘নম্রতা এবং মহত্ত্ব: রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী’ চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাবেক অনুবাদ পর্যালোচনাকারী এবং রবীন্দ্র বিশেষজ্ঞ পাই খাইইউয়ানের সর্বশেষ কাজ।

এটি এমন এক জীবনীগ্রন্থ যা একজন মহান ব্যক্তির প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক বন্ধুদের জন্য এক উপহার এবং চীন ও ভারতের মধ্যে চিরস্থায়ী বন্ধুত্বের জন্য একটি আশীর্বাদস্বরূপ।

‘নম্রতা এবং মহত্ত্ব: রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী’ বইটি হ্যনান লিটারেচার অ্যান্ড আর্ট পাবলিশিং হাউস প্রকাশ করেছে। এটি পাই খাইইউয়ানের কয়েক দশকব্যাপী সাধনার নান্দনিক কাজের বহিঃপ্রকাশ। বইটি সাহিত্য সৃষ্টিতে তাঁর মহান কৃতিত্বের পরিচয় দেয়, সেইসঙ্গে দেশকে পুনরুজ্জীবিত করতে এবং দারিদ্র্য দূর করার জন্য ও শিক্ষা প্রচারে সমবায় ও স্কুল প্রতিষ্ঠায় তাঁর কঠিন প্রচেষ্টা, জাতীয় স্বাধীনতা এবং বিশ্ব শান্তি ও উন্নয়নের বাস্তবায়নে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যাশা এবং অবদানকে তুলে ধরে।

বইটির বিষয়বস্তু হলো চীনা জনগণের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের গভীর প্রীতি এবং চীন ও ভারতের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানে তাঁর ইতিবাচক ভূমিকা। এ বিষয়ে বইটিতে অনেক স্বল্প প্রচারিত ও গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য তুলে ধরা হয়েছে।

প্রকাশনা শিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশ্বাস করেন যে, ‘নম্রতা এবং মহত্ত্ব: রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী’ বইটির প্রকাশ চীনে রবীন্দ্র-অধ্যয়নের গভীর বিকাশকে উন্নীত করবে।  

(জিনিয়া/শান্তা/ফেই)