ইইউ’র চীন-সম্পর্কিত তদন্তের বিষয়ে বেইজিংয়ের অসন্তোষ প্রকাশ
2024-04-11 19:13:13

এপ্রিল ১১: চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য প্রতিকার ব্যুরোর সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা, গতকাল (বুধবার) ব্রাসেলসে, ইউরোপীয় কমিশনের কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং ইইউ’র চীন-সম্পর্কিত সাম্প্রতিক বিভিন্ন তদন্ত ও মন্তব্যের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন।

তিনি চীনা বায়ু টারবাইন সরবরাহকারীদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের তথাকথিত ‘ভর্তুকি তদন্ত’ বিষয়ে গুরুতর অসন্তোষ প্রকাশ করেন এবং চীনা অর্থনীতি নিয়ে ইইউ’র বিকৃত প্রতিবেদনের বিরোধিতা করেন।

তিনি উল্লেখ করেন যে, ইউরোপীয় ইউনিয়ন গত মঙ্গলবার ‘বৈদেশিক ভর্তুকি প্রবিধান’-এর ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশে চীনের বায়ু টারবাইন সরবরাহকারীদের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দেয়। এটি ছিল গত দুই মাসে প্রবিধান ব্যবহার করে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের চতুর্থ তদন্ত মামলা।

তিনি বলেন, চীন বিশ্বাস করে যে, এই প্রবিধানের অধীনে ইউরোপীয় ইউনিয়নের দ্বারা এ পর্যন্ত যে তদন্ত শুরু হয়েছে, তার লক্ষ্য হচ্ছে চীনের নতুন শক্তি-সম্পর্কিত উদ্যোগগুলোকে দুর্বল করা। এ কাজ কেবল ইউরোপে বিনিয়োগ ও বাণিজ্যের ক্ষেত্রে চীনা উদ্যোগগুলোর আস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে না, বরং জলবায়ু পরিবর্তন ও সবুজ রূপান্তর মোকাবিলায় বিশ্বব্যাপী প্রচেষ্টাকেও প্রভাবিত করবে।

তিনি অভিযোগ করেন, তদন্ত প্রক্রিয়া চলাকালে, ইউরোপীয় পক্ষ ভর্তুকির সংজ্ঞাকে বিকৃত করেছে, যা একটি সংরক্ষণবাদী আচরণ। এতে  ন্যায্য প্রতিযোগিতামূলক পরিবেশের ক্ষতি হবে। চীন এতে তীব্র অসন্তোষ ও দৃঢ় বিরোধিতা প্রকাশ করছে এবং ইইউকে অবিলম্বে তার ভুল অনুশীলন বন্ধ করার আহ্বান জানায়।

এ ছাড়া, গত বুধবার প্রকাশিত চীনের অর্থনীতি নিয়ে ইইউ’র প্রতিবেদনে গুরুতর বিকৃতির অভিযোগও আনেন তিনি। প্রতিবেদনটিতে চীনা নীতি, বাজার ও ব্যবস্থা সম্পর্কে ত্রুটিপূর্ণ তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। চীন এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। (স্বর্ণা/আলিম/ছাই)