চীনে বিনিয়োগ করা মানে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা
2024-04-11 13:35:43

এপ্রিল ১১: চীনে বিনিয়োগ করলে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা হবে। চীন ধারাবাহিকভাবে ব্যবসার পরিবেশ সুবিন্যস্ত করে, নতুন মানের উত্পাদন শক্তি উন্নয়নের মাধ্যমে জয়-জয় সহযোগিতার পরিধি সম্প্রসারণ করে, বিশ্বের সঙ্গে চীনা বাজার ও উন্নয়ন লভ্যাংশ ভাগাভাগি করবে। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

 

তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন বিদেশী পুঁজি বিনিয়োগের আইন প্রণয়ন ও কার্যকর করে, বিদেশী-সম্পর্কিত আইনি ব্যবস্থা সুসম্পূর্ণ করে, মেধা-স্বত্ব রক্ষা জোরদার করে, বিভিন্ন ক্ষেত্রের ব্যবস্থা ও নিয়ম সুসংহত করে, বিনিয়োগ পরিবেশ আরো স্থিতিশীল, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করে তুলেছে। ২০১৩ সালে চীনে প্রথম বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে বাজারে বিদেশী পুঁজির প্রবেশের বেলায় ১৯০টি নেতিবাচক বিষয় ছিল।কিন্তু এখন এর জাতীয় সংস্করণে ৩১টি এবং অবাধ বাণিজ্য পরীক্ষামূলক অঞ্চলের সংস্করণে ২৭টি পর্যন্ত কমানো হয়েছে।

সুষ্ঠু বিনিয়োগের পরিবেশ, উচ্চমানের উন্মুক্তকরণের কারণে বিদেশী প্রতিষ্ঠানগুলো চীনে বিনিয়োগে আগের চেয়ে অনেক বেশি আস্থা রাখতে পারছে। (প্রেমা/শান্তা/ছাই)