ভোক্তাপণ্যের নিরাপত্তায় নতুন ঐকমত্যে চীন, যুক্তরাষ্ট্র ও ইইউ
2024-04-11 19:18:20

এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: ভোক্তাপণ্যের সুরক্ষার বিষয়ে একটি নতুন ঐকমত্যে পৌঁছেছে চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বুধবার এ তিন পক্ষ এ বিষয়ে একমত হয়। চীনের কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে এ খবর।

পূর্ব চীনের চেচিংয়াংয়ের হাংচৌতে ভোক্তাপণ্য নিরাপত্তা সংক্রান্ত অষ্টম ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে, পণ্যের সাধারণ মানদণ্ড তৈরি, উন্নত তত্ত্বাবধান ব্যবস্থা, ভোক্তা অধিকার ও স্বার্থ সুরক্ষা এবং ভোক্তাপণ্যের সামগ্রিক নিরাপত্তার বিষয়াদিতে সম্মত হয়েছে তিন পক্ষ।

সভাটি যৌথভাবে আয়োজন করে চীনের কাস্টমস জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, ইউএস কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিটি এবং ডিরেক্টরেট-জেনারেল ফর জাস্টিস অ্যান্ড কনজিউমারস অফ ইউরোপিয়ান কমিশন।

১৬ বছর আগে শুরু হওয়া এ ত্রিপক্ষীয় সহযোগিতা কাঠামোটি ইতোমধ্যে ইতিবাচক ফল পেয়েছে।

গতবছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের সাথে চীনের ভোক্তা পণ্যের বাণিজ্য ছিল যথাক্রমে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ইউয়ান (২৫০ বিলিয়ন ডলারের বেশি) এবং ১ দশমিক ৭৯ ট্রিলিয়ন।

ফয়সল/শান্তা