বাংলাদেশের অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চীন: ব্লিটজ
2024-04-11 18:53:39

এপ্রিল ১১: বাংলাদেশের অবকাঠামো নির্মাণে চীন গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। দু’দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক আগের চেয়ে জোরদার হয়েছে। এটি আঞ্চলিক, এমনকি বিশ্বের উন্নয়ন এবং অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়নের জন্য সহায়ক। বাংলাদেশের ব্লিটজ পত্রিকার সম্প্রতি প্রকাশিত এক খবরে এ কথা উল্লেখ করা হয়।

খবরে বলা হয়, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র নেতৃত্বে চীনা অর্থনীতি অনেক উন্নত হয়েছে এবং উদ্ভাবন ও অগ্রগতির ক্ষেত্রে বিশ্বে নেতৃত্বে আসনে উঠে এসেছে। ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মাধ্যমে চীন আঞ্চলিক সংযোগ এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার সংকল্প দেখিয়েছে। বিশ্বের অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে চীন ইতিবাচক ভূমিকা পালন করে আসছে।

খবরে আরও বলা হয়, উন্নয়ন ও সহযোগিতার অভিন্ন আকাঙ্খায় চীন ও বাংলাদেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছে এবং বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা ফলপ্রসূও হয়েছে।

খবরে বলা হয়, ভবিষ্যতে বাংলাদেশ চীনের সাথে আরও বেশি সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে। বাংলাদেশ চীনের সাথে অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার করতেও ইচ্ছুক। দু’দেশ যৌথভাবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন ত্বরান্বিত করবে। (ছাই/আলিম)