দক্ষিণ সুদানে চীনা চিকিত্সাদলের বিনামূল্যের ক্লিনিক আয়োজন
2024-04-11 19:37:02

এপ্রিল ১১: গতকাল (বুধবার) দক্ষিণ সুদানকে সাহায্য দানকারী চীনের ১১তম চিকিত্সাদল, রাজধানী জুবার উপকণ্ঠের নাজতুন গ্রামে, প্রথম বড় মাপের বিনামূল্যের ক্লিনিক আয়োজন করে। এর উদ্দেশ্য, বিনামূল্যে চিকিত্সাবেবা প্রদান এবং স্থানীয় গ্রামবাসীদের ওষুধ ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা।

বুধবার দলটি দুই শতাধিক গ্রামবাসীকে বিনামূল্যে চিকিত্সাসেবা প্রদান করে। সেই সাথে, তাঁরা খাদ্য, মশারি ও ম্যালেরিয়া টেস্টিং রিএজেন্টসহ অন্যান্য সামগ্রীও বিতরণ করে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে চীন দক্ষিণ সুদানে চিকিত্সাদল পাঠাতে শুরু করে। গত দশ বছরে, ‌এসব চিকিত্সাদল স্থানীয় ৫০ হাজারেরও বেশি রোগীকে চিকিত্সাসেবা দিয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)