বেইজিংয়ে স্থানীয় পররাষ্ট্রবিষয়ক জাতীয় সম্মেলন
2024-04-11 19:37:55

এপ্রিল ১১: গতকাল (বুধবার) থেকে দু’দিনব্যাপী  স্থানীয় পররাষ্ট্র বিষয়ক কাজের জাতীয় সম্মেলন বেইজিংয়ে শুরু হয়। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং কেন্দ্রীয় বৈদেশিক কর্মকাণ্ড কার্যালয়ের মহাপরিচালক ওয়াং ই এতে অংশগ্রহণ করেন।

সম্মেলনে ওয়াং ই বলেন, সিপিসি’র ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে, স্থানীয় বিদেশবিষয়ক কর্মকাণ্ড ফলপ্রসূ হয়েছে, যা স্থানীয়  অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা করেছে। এতে মূল্যবান অভিজ্ঞতাও সঞ্চিত হয়েছে।

তিনি বলেন, নতুন সময়পর্বে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক চিন্তাধারা কাজে লাগিয়ে, কার্যকরভাবে পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্বকে শক্তিশালী করা হচ্ছে মূল কাজ। নতুন যাত্রায়, স্থানীয় পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের উচ্চ গুনগত মানের উন্নয়নের মাধ্যমে স্থানীয় পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের নতুন পরিস্থিতি গড়ে তুলতে হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)