ভোক্তাপণ্য বিষয়ে মতৈক্যে পৌঁছেছে চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ
2024-04-11 19:39:32

এপ্রিল ১১: চলতি সপ্তাহে হাংচৌয়ে চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে ত্রিপক্ষীয় ভোক্তাপণ্য নিরাপত্তাবিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন পরিস্থিতিতে ভোক্তাপণ্য-সংক্রান্ত নিরাপত্তা ও সহযোগিতা জোরদার করার নতুন উপায় নিয়ে আলোচনা হয়। এ ব্যাপারে সহযোগিতা গভীরতর করার ব্যাপারেও তিন পক্ষ নতুন মতৈক্যে পৌঁছায়।  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

মুখপাত্র বলেন, চীনের সরকার সবসময় ভোগ্যপণ্যের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টির ওপর বেশ গুরুত্বারোপ করে থাকে। ভোগ্যপণ্যের নিরাপদ ব্যবস্থাপনার দক্ষতা ও মান উন্নত করতে, দৃঢ়ভাবে ভোগ্যপণ্যের নিরাপত্তা-তথ্য প্রকাশ করতে, এবং আন্তর্জাতিক মানের ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করে আসছে চীন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট সি চিন  পিং উল্লেখ করেছেন যে, ‘সহযোগিতা ও পারস্পরিক কল্যাণই বড় ব্যাপার, ভালো ব্যাপার ও স্থায়ী ব্যাপার হতে পারে।’ চীন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ আন্তর্জাতিক সমাজের গুরুত্বপূর্ণ শক্তি। তিন পক্ষের উচিত, ভোগ্য-পণ্য বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে, পারস্পরিক বিনিময় ও সহযোগিতা জোরদার করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)