চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্টের সাক্ষাৎ
2024-04-11 19:20:46

 এপ্রিল ১১, সিএমজি বাংলা ডেস্ক: গেল ৩৫ বছরে ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক আরও গভীর হয়েছে বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বুধবার বেইজিংয়ে ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়ার (এফএসএম) প্রেসিডেন্ট ওয়েসলি ডব্লিউ সিমিনার সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি।

লি ছিয়াং বলেন, দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বকে এবং রাজনৈতিক পারস্পরিক বিশ্বাসকে গভীর করতে, পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী চীন।

লি ছিয়াং আরও বলেন, চীন সর্বদা সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এফএসএমকে সমর্থন করেছে। উচ্চ-মানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা কাঠামোর অধীনে অবকাঠামো, কৃষি, মৎস্য, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য ক্ষেত্র যেমন-শিক্ষা, প্রশিক্ষণ, সাংস্কৃতিক পর্যটনে দুই দেশের জনগণের মধ্যে আদান-প্রদানকে আরও গভীর করতে কাজ করবে।

নাহার/শান্তা

তথ্য ও ছবি- সিনহুয়া