চীন-জর্জিয়া পারস্পরিক ভিসা ছাড় চুক্তি স্বাক্ষরিত
2024-04-11 19:17:08

এপ্রিল ১১: চীন ও জর্জিয়া গতকাল (বুধাবার) সাধারণ পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা ছাড়ের একটি চুক্তি স্বাক্ষর করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, চুক্তিটি দু’দেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া সম্পন্ন হবার পর কার্যকর হবে এবং সময়মতো সেই ঘোষণা দেওয়া হবে। এটি দু’দেশের মধ্যে কর্মী বিনিময় সহজতর এবং দুই দেশের বিভিন্ন ক্ষেত্রের যোগাযোগ ও সহযোগিতা উন্নত করবে।

মুখপাত্র আরও বলেন, উচ্চ মানের উন্নয়ন ও উচ্চ মানের বৈদেশিক উন্মুক্তকরণ ত্বরান্বিত করার জন্য চীন সরকার ধারাবাহিক সুবিধাজনক ব্যবস্থা নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন আরও বেশি দেশের সাথে আন্তঃসীমান্ত কর্মীদের চলাচলের জন্য একটি সুবিধাজনক নেটওয়ার্ক গড়ে তুলতে ইচ্ছুক।  (ছাই/আলিম)