যুক্তরাজ্যের ২২ নাগরিকের প্রবেশে রাশিয়ার নিষেধাজ্ঞা
2024-04-11 14:03:57

এপ্রিল ১১: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল(বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে জানা গেছে, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের নীতির প্রতিক্রিয়ায় ২২জন ব্রিটিশ নাগরিকের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ সরকার কট্টর রুশ-বিরোধী নীতি অবলম্বন করে চলেছে। এটির জবাব দিতে ব্রিটিশ সরকারি সংস্থা, আইটি শিল্প এবং আইন পরিষেবা শিল্পসংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যক্তিকে ‘প্রবেশ নিষিধাজ্ঞা তালিকায়’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

বিবৃতিতে আরও জানানো হয়, ইউক্রেনকে ব্যাপকভাবে সমর্থন করার নীতি ব্যর্থ হবে। যুক্তরাজ্যকে উপলব্ধি করতে হবে, রুশবিরোধী নিষেধাজ্ঞা নীতি বিপরীত ফল বয়ে আনবে  এবং অনিবার্যভাবে রুশ পক্ষ থেকে সমুচিত জবাবের সম্মুখীন হতে হবে।

(অনুপমা/শান্তা)