অবকাঠামো, জলবায়ু পরিবর্তন বিষয়ে মাইক্রোনেশিয়াকে সহযোগিতা করবে চীন: প্রেসিডেন্ট সি
2024-04-10 19:52:01

এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং মঙ্গলবার বলেছেন, চীন এবং মাইক্রোনেশিয়ার অবকাঠামোগত সহযোগিতা বৃদ্ধি করা উচিত।তিনি আরও বলেন,  জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দ্বীপ দেশটিকে সহায়তা প্রদানে ইচ্ছুক চীন।

৫ থেকে ১২ এপ্রিল চীনে রাষ্ট্রীয় সফরে থাকা মাইক্রোনেশিয়ার ফেডারেটেড স্টেটস অফ মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্ট ওয়েসলি ডব্লিউ সিমিনার সাথে আলোচনার সময় সি একথা বলেন।

তিনি আরও বলেন, চীন মাইক্রোনেশিয়াকে জাতীয় সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সমর্থন জানায়,, তার জাতীয় অবস্থার সাথে উপযোগী একটি উন্নয়নের পথ গ্রহণ করে এর অর্থনীতিকে পুনরুজ্জীবিত  এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করবে।

এই বছর চীন এবং মাইক্রোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩৫ তম বার্ষিকী উল্লেখ করে  সি বলেন, চীন দুই দেশের মধ্যে সম্পর্ক এগিয়ে নিতে ইচ্ছুক।

তিনি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে সহযোগিতা বেগবান করতে, অবকাঠামোগত অংশীদারিত্ব বাড়াতে এবং সংস্কৃতি, স্বাস্থ্য, শিক্ষা এবং সাব ন্যাশনাল অঞ্চলে বিনিময় জোরদার করার জন্য উভয় পক্ষকে আহ্বান জানান। তিনি মাইক্রোনেশিয়া থেকে আরও বেশি তরুণকে চীনে পড়াশোনা করতে স্বাগত জানিয়েছেন।

সি বলেন, চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার কাঠামোর মধ্যে মাইক্রোনেশিয়াকে জলবায়ু পরিবর্তনে সহায়তা দিতে ইচ্ছুক এবং যৌথভাবে বহুপাক্ষিকতা চর্চার জন্য জাতিসংঘ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের মধ্যে দ্বীপ দেশটির সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

সিমিনা বলেন, মাইক্রোনেশিয়া স্বীকার করে যে তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং তাইওয়ান, হংকং, সিনচিয়াং এবং সিচাং-এর মতো মূল স্বার্থ সম্পর্কিত বিষয়ে চীনের অবস্থানকে সমর্থন করে।

সিমিনা মাইক্রোনেশিয়া এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলিকে বছরের পর বছর ধরে তাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য মূল্যবান সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানান এবং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং যৌথভাবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা কাঠামোর অধীনে কৃষি, মৎস্য, অর্থনীতি এবং বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং ডিজিটাল অর্থনীতিতে সহযোগিতা আরও গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।

সিমিনা বলেন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলোর সাথে চীনের সহযোগিতা আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য সহায়ক এবং মাইক্রোনেশিয়া এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

আলোচনার পর, দুই রাষ্ট্রপ্রধান বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সবুজ উন্নয়ন, কৃষি, স্বাস্থ্যসেবা, অবকাঠামো, উন্নয়ন সহযোগিতা এবং অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার নথিতে স্বাক্ষর করেছেন।

শান্তা/