জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিনিয়োগ বাড়াতে হবে
2024-04-10 19:45:18

এপ্রিল ১০: জাতিসংঘ গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, সংস্থার টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন করতে চাইলে প্রতিবছর ৪.২ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের ফাঁক পূরণ করতে হবে।

"টেকসই উন্নয়ন অর্থায়ন প্রতিবেদন, ২০২৪: ক্রসরোডে উন্নয়ন অর্থায়ন" শিরোনামের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, একদিকে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করা উন্নয়ন অর্থায়নের সংকটের মুখোমুখী হচ্ছে; অন্যদিকে, তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনা, জলবায়ু পরিবর্তন, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং জীবনযাত্রার ব্যয়-সংকট বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে প্রভাবিত করছে; স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জাতিসংঘের অন্যান্য উন্নয়ন লক্ষ্য অর্জনের গতি করছে ব্যাহত।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মাত্র ছয় বছর বাকি আছে। কিন্তু, লক্ষ্যমাত্রা অর্জনের গতি সন্তোষজনক নয়। এই প্রবণতা অব্যাহত থাকলে, ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রায় ৬০০ মিলিয়ন মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করবে, যাদের অর্ধেকের বেশি নারী। (স্বর্ণা/আলিম/ছাই)