এক-চীন নীতির প্রতি বার্বাডোসের দৃঢ় সমর্থন
2024-04-10 16:41:06

এপ্রিল ১০: বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোটলি গতকাল (মঙ্গলবার) বলেছেন, তার দেশ এক-চীন নীতিকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং বিভিন্ন ক্ষেত্রে চীনের সাথে সহযোগিতা গভীর করার অপেক্ষায় রয়েছে।

চীনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান লুও জাও হুই ওইদিন ব্রিজটাউনে মিয়া মোটলির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

চীনকে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে অভিহিত করেন মোটলি। বার্বাডোসের অর্থনীতি ও সমাজের উন্নয়ন এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা প্রদানের জন্য চীনকে ধন্যবাদ জানান তিনি। ‘বেল্ট এন্ড রোড’ উদ্যোগ ও বিশ্ব উন্নয়ন উদ্যোগে সক্রিয়ভাবে যোগ দেয়ার কথা উল্লেখ করে মোটলি বলেন, চীনের উন্নয়ন অভিজ্ঞতা থেকে তার দেশ শিখতে চায়। এতে উভয় দেশ ও জনগণের কল্যাণ হবে।

লুও জাও হুই বলেছেন, ৪৭ বছর আগে চীন ও বার্বাডোসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে, উভয়পক্ষ সর্বদা পারস্পরিক আস্থা, পারস্পরিক সুবিধা এবং জয়-জয় ফলাফল মেনে চলেছে, উচ্চ-পর্যায়ে ঘনিষ্ঠ আদান-প্রদান বজায় রেখেছে, বাস্তব সহযোগিতা গভীর করেছে এবং দু’দেশের বেসরকারী আদান-প্রদান বেড়েছে। এক-চীন নীতির প্রতি বার্বাডোস সরকারের দৃঢ় সমর্থনের প্রশংসা করে বেইজিং এবং দুই দেশের নেতাদের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন, অবকাঠামো, কৃষি, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করতে বার্বাডোসের সাথে কাজ করতে ইচ্ছুক। বার্বাডোসে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এ সময় উপস্থিত ছিলেন।

একই দিনে, লুও জাও হুই বার্বাডোসের পররাষ্ট্রমন্ত্রী কেরি সাইমন্ডসের সাথে আলোচনা করেন। তাঁরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সুনির্দিষ্ট সহযোগিতার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন এবং প্রাসঙ্গিক সহযোগিতার নথিতে স্বাক্ষর করেন।

(অনুপমা/হাশিম)