চীনে বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি রিসাইকেলে অভূতপূর্ব সাফল্য
2024-04-10 20:00:35

এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনে বাড়ছে বিদ্যুৎচালিত গাড়ি এনইভির বেচাবিক্রি। সেই সঙ্গে বাড়ছে এ ধরনের গাড়ির ব্যাটারির সংখ্যাও। আর ওই ব্যাটারিটাকে রিসাইকেল করার ক্ষেত্রে দারুণ সাফল্য পেয়েছে চীনের একটি প্রতিষ্ঠান। বোট্রি সাইক্লিং নামের ওই প্রতিষ্ঠান জানিয়েছে, এনইভি’র ব্যাটারিতে থাকা ধাতুগুলোর ৯৯ শতাংশই রিসাইকেল করতে পেরেছে তারা।

চীনের চিয়াংশু প্রদেশের সুচৌ শহরের এ প্রতিষ্ঠানটি চীনের বিভিন্ন গবেষণা ও সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও ব্যাটারি রিসাইকেল করার সেবা দিয়ে থাকে।

সংশ্লিষ্টরা জানালেন, চীনে গত ৫ বছরে নতুন জ্বালানিচালিত গাড়ির বিক্রি বেড়েছে দশ গুণ। সেই সঙ্গে বাড়িছে এ ধরনের গাড়ির ব্যাটারি রিসাইকেল করার বাণিজ্যের পরিসর।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি