সন্ত্রাসবিরোধী পুলিশ ব্রিগেডের চিঠির উত্তর দিলেন সি চিনপিং
2024-04-10 19:54:02

এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রেসিডেন্ট সি চিনপিং "ফ্যালকন কমান্ডো ইউনিট" নামে, একটি এলিট পুলিশ ব্রিগেডের চিঠির জবাব দিয়েছেন এবং তাদের একটি বিশ্বমানের সন্ত্রাসবিরোধী বিশেষ বাহিনী ইউনিট গঠন করতে উৎসাহিত করেছেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিনপিং তার চিঠিতে লিখেছেন, তিনি এখনও স্পষ্টভাবে মনে রেখেছেন যে কীভাবে তিনি ১০বছর আগে ব্রিগেডকে একটি পতাকা দিয়েছিলেন এবং তিনি আনন্দিত যে ব্রিগেডের সদস্যরা গত এক দশকে তাদের মিশনগুলো চমৎকারভাবে সম্পন্ন করেছে।

অতীতের অর্জনের উপর ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়ার, তাদের আনুগত্যকে লালন করা এবং বাস্তব ক্ষেত্রে কমব্যাটে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের উন্নত করার আহ্বান জানান সি।

সি তাদের বিশ্বমানের কাউন্টার টেররিজম স্পেশাল ফোর্স ব্রিগেড হিসেবে গড়ে তোলার আহ্বান জানান, যেটি সবসময় পার্টি ও জনগণের জন্য নতুন অবদান রাখতে প্রস্তুত থাকে।

২০১৪ সালের এপ্রিল মাসে সি "ফ্যালকন কমান্ডো ইউনিট", নামে পরিচিত জাতীয় পর্যায়ে একটি মূল সন্ত্রাস দমন ইউনিটকে পতাকা প্রদান করেন এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেন।

গত এক দশকে, ইউনিটটি সন্ত্রাসবিরোধী, স্থিতিশীলতা রক্ষণাবেক্ষণ, যৌথ মহড়া ও প্রশিক্ষণ এবং বড় ইভেন্টের সময় নিরাপত্তা রক্ষাসহ অনেক কাজ সম্পন্ন করেছে। তারা আন্তর্জাতিক বিশেষ বাহিনী প্রতিযোগিতায় ২০টিরও বেশি চ্যাম্পিয়নশিপ জিতেছে।

শান্তা/ফয়সল