বছরের প্রথম প্রান্তিকে চীনে গাড়ি উত্পাদন ও বিক্রয় বেড়েছে
2024-04-10 19:48:29

এপ্রিল ১০: চলতি বছরর প্রথম প্রান্তিকে চীনে অটোমোবাইল উত্পাদন ও বিক্রয়ের সংখ্যা বেড়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৬.৪% ও ১০.৬% বেশি। আজ (বুধবার) চীনের অ্যাসোসিয়েশন অফ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স এক রিপোর্টে এ তথ্য জানায়।

রিপোর্টে বলা হয়, বছরের প্রথম তিন মাসে, চীনে অটোমোবাইল উত্পাদন ও বিক্রয় হয়েছে যথাক্রমে ৬৬ লাভ ও ৬৭ লাখ ইউনিট, যা গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে ৬.৪% ও ১০.৬% বেশি। এর মধ্যে, মার্চ মাসে অটোমোবাইল উত্পাদন ও বিক্রয় ছিল সবচেয়ে বেশি।

এদিকে, চলতি বছরের প্রথম তিন মাসে নতুন শক্তিচালিত যানবাহনের উত্পাদন ও বিক্রয় ছিল যথাক্রমে ২.১১৫ মিলিয়ন ও ২.০৯ মিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮.২% ও ৩১.৮% বেশি। এর মধ্যে ৩০৭ হাজার গাড়ি রপ্তানি করা হয়েছে, যা গত বছরের তুলনায় ২৩.৮% বেশি।  (স্বর্ণা/আলিম/ছাই)