চীনে বিনিয়োগ অব্যাহত রাখবেন ফরাসি ব্যবসায়ীরা
2024-04-10 18:02:29

এপ্রিল ১০: চীনে পুঁজি বিনিয়োগ অব্যাহত রাখতে আগ্রহী ফ্রান্সের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। গত ৮ এপ্রিল প্যারিসে অনুষ্ঠিত ‘চীনে পুঁজি বিনিয়োগ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তাঁরা এ তথ্য জানান।

ফ্রান্সের বিদ্যুত্ সংস্থার পুনঃব্যবহারযোগ্য জ্বালানি কোম্পানির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-ব্যবস্থাপক বৈঠকে বলেন, ‘বিগত ৪০ বছর ধরে, প্রতিবছর কয়েক বিলিয়ন ইউয়ান করে বিনিয়োগ করে আসছি আমরা। আশা করি, চীনে আমাদের বিনিয়োগের পরিমাণ বর্তমানের চেয়ে বাড়বে।’

ফ্রান্সের সম্ভাবনা ও নব্যতাপ্রবর্তন তহবিলের মহাব্যবস্থাপক বৈঠকে বলেন, ২০২৪ সাল হচ্ছে চীন ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী। এ প্রেক্ষাপটে, দু’দেশের মধ্যে পারস্পরিক পুঁজি বিনিয়োগ বাড়ানোর এবং দ্বিপক্ষীয় অংশীদারিত্বে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ সৃষ্টি হয়েছে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)