দক্ষিণ কোরিয়ায় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত
2024-04-10 19:47:47

এপ্রিল ১০: দক্ষিণ কোরিয়ায় ২২তম জাতীয় পরিষদের নির্বাচন আজ (বুধবার) অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা জাতীয় পরিষদের ৩০০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।

স্থানীয় সময় সকাল ৬টায়, সারাদেশে ২৫৪টি নির্বাচনী এলাকার ১৪২৫৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা একই দিন বিকেল ৬টায় শেষ হওয়ার কথা। এই নির্বাচনের জন্য প্রায় ৪৪.২৮ মিলিয়ন নিবন্ধিত ভোটার রয়েছেন। প্রতিটি আসনের ফলাফল পরের দিন ভোরে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

চলতি মাসের ৫ থেকে ৬ তারিখ পর্যন্ত, ২২তম সংসদের নির্বাচনের জন্য "প্রাক-ভোট" সারা দেশে ৩৫৬৫টি ভোটকেন্দ্রে অনুষ্ঠিত হয়। ৩১.২৮% ভোটার এতে ভোট দেন। "প্রাক-ভোট" ভোটারদের ভোট দেওয়ার উত্সাহ বাড়ানোর লক্ষ্যে, নির্বাচনের ভোটদানের দিনে অনুপস্থিত ভোটারদের আগে থেকেই তাদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করার অনুমতি দেওয়া হয়।  (স্বর্ণা/আলিম/ছাই)