কলম্বিয়ার উন্নয়নে প্রচেষ্টার আহ্বান চীনের
2024-04-10 20:05:24

এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: কলম্বিয়ার জাতীয় উন্নয়ন এবং দেশটিতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি কেং শুয়াং।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সভায় উপ-প্রতিনিধি বলেন, কলম্বিয়ায় শান্তিচুক্তি বাস্তবায়নের প্রধান বাধাগুলোর একটি হলো গ্রামীণ সংস্কার, জমি বণ্টন এবং সাবেক যোদ্ধাদের পুনর্বাসন। কেং শুয়াং আরও বলেন, কলম্বিয়ার সরকারকে এই বিষয়গুলোতে প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারে উৎসাহিত করবে চীন।

কলম্বিয়ার সরকার ও ন্যাশনাল লিবারেশন আর্মির মধ্যে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে চীন স্বাগত জানায় এবং উভয় পক্ষের মধ্যে সপ্তম দফা শান্তি আলোচনা নিয়ে যথেষ্ট আশাবাদী বলেও জানান কেং শুয়াং।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিনহুয়া