বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে বৃহস্পতিবার: জাতীয় চাঁদ দেখা কমিটি
2024-04-10 19:53:12

এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান।

কমিটি জানায়, বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ১০ এপ্রিল বুধবার পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ১১ এপ্রিল বৃহস্পতিবার থেকে পবিত্র শাওয়াল মাস গণনা করা হবে। ফলে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

নাহার/শান্তা