আটক ইরানি অস্ত্র ইউক্রেনে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র
2024-04-10 17:11:44

এপ্রিল ১০: মার্কিন সরকার সম্প্রতি আটক ইরানি অস্ত্র ইউক্রেনে সরবরাহ করেছে। এসব অস্ত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে পৌঁছানোর আগেই মার্কিন সৈন্যরা জব্দ করে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড দফতর গতকাল (মঙ্গলবার) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সরবরাহকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫ সহস্রাধিক স্বয়ংক্রিয় রাইফেল, মেশিনগান, স্নাইপার রাইফেল, আরপিজি-৭। এ ছাড়া, ৫ লক্ষাধিক রাউন্ড গোলাবারুদও এর অন্তর্ভুক্ত আছে। এসব অস্ত্র হালকা অস্ত্র ব্যবহার করে এমন একটি ইউক্রেনীয় যুদ্ধ ব্রিগেডকে সজ্জিত করার জন্য যথেষ্ট।

উল্লেখ্য, ইউক্রেনের সাহায্য তহবিল শেষ হওয়ার কারণে, মার্কিন সরকার দেশটিকে অতিরিক্ত অস্ত্র সহায়তা দিতে পারছে না। ইউক্রেনকে প্রায় ৬০ বিলিয়ন ডলারের সাহায্য দিতে আনা বিলটি কংগ্রেসে রিপাবলিকানদের বাধার কারণে পাস হতে বিলম্ব হচ্ছে। (ছাই/আলিম)