‘চীনের সবুজ রপ্তানিতে বাধা দেয়া অর্থনৈতিক নীতির লঙ্ঘন’
2024-04-10 16:40:13

এপ্রিল ১০: চীনের নতুন শক্তিচালিত পণ্যগুলোর রপ্তানিতে বাধা দেওয়ার ‘সুরক্ষাবাদী’ পদক্ষেপ নিতে চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটি অর্থনীতির শতাব্দির পর শতাব্দি ধরে চলে আসা নীতির লঙ্ঘন এবং বৈশ্বিক আবহাওয়া পরিবর্তন ও সবুজ রূপান্তরে প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য বিষয়ক সংবাদমাধ্যম ব্লুমবার্গ গতকাল (মঙ্গলবার) প্রকাশিত একটি ভাষ্যে এ অভিমত ব্যক্ত করেছে।

এতে আরও বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন চীনের নতুন শক্তি শিল্পে ‘ওভার ক্যাপাসিটি’র কথা বলেছেন, যা দুই শতকের বেশি সময় ধরে চলে আসা অর্থনীতির অন্যতম একটি নীতির ব্যত্যয় এবং এটি তুলনামূলক সুবিধা তত্ত্ব লঙ্ঘন করে। এই তত্ত্ব অনুযায়ী, যদি কোন দেশ যদি অল্প ব্যয়ে কোনো পণ্য উৎপাদন করতে পারে তাহলে অন্য দেশগুলোর শুল্ক বাধা আরোপ করা উচিত নয়। বরং তার বদলে দেশগুলোর ওই পণ্য আমদানি করা এবং তাদের তুলনামূলক সুবিধা রয়েছে এমন পণ্য উৎপাদন করা উচিত।

ভাষ্যে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নতুন শক্তি শিল্পের অভাব এখনও আছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। কিন্তু একই সঙ্গে যুক্তরাষ্ট্র চীনের নতুন শক্তির শিল্পের বিরুদ্ধে ‘ওভার ক্যাপাসিটি’র অভিযোগ তুলছে।  এটি পরস্পরবিরোধী।

ইউরোপ ও আমেরিকা চীনের নতুন শক্তি শিল্পের উৎপাদন ক্ষমতার বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন।  এটি ইউরোপ ও আমেরিকা সংশ্লিষ্ট শিল্পগুলোর রূপান্তরের ব্যর্থতার মতো কারণগুলোর সাথে সম্পর্কিত। আর, অন্যায্য সরকারি ভর্তুকি পেতে নয়, বাজার চাহিদা দেখার কারণেই চীনা উদ্যোক্তারা সক্রিয়ভাবে এ খাতে বিনিয়োগ করছেন।

(অনুপমা/হাশিম)