ইইউ-কে ডব্লিউটিওর নিয়ম মেনে চলার আহ্বান চীনের
2024-04-10 19:49:12

এপ্রিল ১০: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চীনের বায়ু টারবাইনের ওপর পাল্টা তদন্তের নির্দেশ দেওয়ায়, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বুধবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি ইইউকে ডব্লিউটিও-র নিয়ম ও বাজারনীতি মেনে চলার আহ্বানও জানান।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন চীনা বায়ু টারবাইনের বিরুদ্ধে পাল্টা তদন্ত শুরু করার ঘোষণা দেয়। এর আগে, ইইউ চীনের ফটোভোলটাইক, বৈদ্যুতিক যান ও অন্যান্য শিল্পের বিরুদ্ধেও তদন্তের ঘোষণা দেয়।

এই বিষয়ে মাও নিং বলেন, চীন দৃঢ়ভাবে দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে। চীনের নতুন জ্বালানি-চালিত শিল্পের বিকাশ হচ্ছে প্রযুক্তি, বাজার ও শিল্প চেইনের মতো একাধিক সুবিধার প্রতিফলন। মুদ্রাস্ফীতি ও জলবায়ু পরিবর্তনের কুফলের কারণে এসব শিল্পসংশ্লিষ্ট পণ্যের দাম বাড়ছে।  আশা করা যায় যে, ইউরোপীয় পক্ষ জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়ে, দ্বৈত মানদণ্ড অনুসরণ করবে না; সংরক্ষণবাদ থেকে সরে আসবে।

 (স্বর্ণা/আলিম/ছাই)