বিজ্ঞান-প্রযুক্তিতে পুনঃঋণ সুবিধা দেবে চীনের কেন্দ্রীয় ব্যাংক
2024-04-10 20:04:36

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কেন্দ্রীয় ব্যাংক দেশের বিজ্ঞান-প্রযুক্তি উদ্ভাবনে ৫০ হাজার কোটি ইউয়ান (প্রায় ৭০৪৭ কোটি ডলার) মূল্যের একটি বিশেষ পুনঃঋণ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে। রোববার চীনের কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়।

পিপলস ব্যাংক অফ চায়না (পিবিওসি) এক বিবৃতিতে বলেছে, বিজ্ঞান-প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে এক বছরের জন্য সুদের হার ১ দশমিক ৭৫ শতাংশ এবং এসব প্রতিষ্ঠানের জন্য পর পর দুই দফায় ঋণের পরিমাণ বাড়ানো যেতে পারে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, এই ব্যবস্থায় চীনের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষভাবে নির্দেশনা দেওয়া হবে, যাতে তারা বিজ্ঞান-প্রযুক্তি-ভিত্তিক ছোট এবং মাঝারি আকারের সংস্থাগুলোর বিকাশের প্রাথমিক পর্যায়ে ঋণ সহায়তা বাড়াতে পারে। এ উদ্দেশ্যে চীনের কেন্দ্রীয় ব্যাংক ২১টি আর্থিক প্রতিষ্ঠানের জন্য কম খরচে তহবিল সরবরাহ করবে। এতে করে ওই প্রতিষ্ঠানগুলো যে পরিমাণ ঋণ দেবে সেটার বিপরীতে পিপলস ব্যাংক অব চায়না মোট ঋণের ৬০ শতাংশ পুনরায় ঋণ হিসেবে প্রদান করবে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন