নতুন প্রযুক্তিতে তুলা চাষ চলছে সিনচিয়াংয়ে
2024-04-10 19:55:42

এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর পশ্চিম চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে এখন বসন্তকালীন তুলার চাষ চলছে। এখন মাটি চষা এবং বীজ বপনের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে।

আধুনিক প্রযুক্তির ব্যবহারে তুলা চাষে আরও সাফল্যের মুখ দেখেছেন চাষীরা। কাশগর সিটির তুলা ক্ষেত্রগুলোতে ব্যবহৃত হচ্ছে পেইতোও স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা। প্লাস্টিক ফিল্ম ব্যবহার, ড্রিপ ইরিগেশন বা গাছের গোড়ায় পুষ্টি ও পানি সরবরাহ, আধুনিক কৃষি মেশিন ব্যবহার করে পানি ব্যবহারে সাশ্রয় হচ্ছে, উৎপাদন খরচও কমছে।

ব্যবহার করা হচ্ছে ‘শুকনো বপন ও ভেজা অঙ্কুরোদগম’ ( ড্রাই সোয়িং অ্যান্ড ওয়েট স্প্রাউটিং) পদ্ধতি। ২০২৩ সালে সিনচিয়াংয়ে ৫.১২ মিলিয়ন টন তুলা উৎপাদিত হয়েছে। দেশের মোট তুলা উৎপাদনের ৯০ শতাংশ হয় সিনচিয়াংয়ে।

শান্তা/ফয়সল