চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে ঈদের জামাত অনুষ্ঠিত
2024-04-10 20:03:52

এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের কাউলুন মসজিদে বুধবার সকালে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের জেনারেল সেক্রেটারি ড. ফখরুল ইসলাম বাবু হংকং থেকে সিএমজি বাংলাকে জানান, বুধবার চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে মুসলিম জনগোষ্ঠী ঈদুল ফিতর উদযাপন করেছে। হংকংয়ের কাউলুন মসজিদে সকাল ৭টা, ৯টা এবং ১০টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এই মসজিদে মূলত বাংলাদেশী, ভারতীয় ও পাকিস্তানি বংশোদ্ভুত মুসলিমরা ঈদের নামাজ পড়েন।

হংকং দ্বীপের মসজিদ আম্মার, জামিয়া মসজিদ, ছাইওয়ান মসজিদ এবং স্ট্যানলি মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শান্তা/ফয়সল