উত্তর চীনে দেখা মিলছে স্পটেড সিলের
2024-04-10 19:58:23

এপ্রিল ১০, সিএমজি বাংলা ডেস্ক: বসন্তে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চীনের উত্তরে লিয়াওতং উপসাগরের বেলাভূমিতে চোখে পড়ছে স্পটেড সিলের আনাগোনা। চীনের বরফঢাকা উত্তরের লিয়াওতোং উপসাগর হলো বিশ্বব্যাপী স্পটেড সিলের আটটি প্রজনন অঞ্চলের মধ্যে সবচেয়ে দক্ষিণের প্রজনন অঞ্চল।

পিনিপড সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী স্পটেড সিল চীনে জাতীয় প্রথম স্তরের সুরক্ষিত বন্যপ্রাণী প্রজাতি।

সাম্প্রতিক বছরগুলোতে, লিয়াওনিং প্রদেশের পানচিন সিটি  তার উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, ৮৫৯০০ মিউ(প্রায় ৫,৭২৭ হেকটর) উপকূলীয় জলাভূমি পুনরুদ্ধার করেছে এবং ১৭.৬ কিলোমিটার প্রাকৃতিক উপকূলরেখা যুক্ত করেছে। বছরের পর বছর ধরে পরিবেশ সুরক্ষামূলক কার্যক্রমের ফলে এসব এলাকায় স্পটেড সিলের জন্য অনুকূল প্রজনন ক্ষেত্র ও বাসস্থান তৈরি করা সম্ভব হয়েছে।

পরিসংখ্যান অনুসারে, লিয়াওতং উপসাগরে স্পটেড সিলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। গত বছরের তুলনায় এ বছর এদের সংখ্যা প্রায় ২০% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে।

শান্তা/মিম