কঙ্গোয় চীনের ২৭তম শান্তিরক্ষী দলের জাতিসংঘ ‘শান্তি পদক’ লাভ
2024-04-10 14:29:05

এপ্রিল ১০: গণতান্ত্রিক কঙ্গোয় চীনের ২৭তম শান্তিরক্ষী দলকে গতকাল (মঙ্গলবার) জাতিসংঘ ‘শান্তি পদক’ প্রদান করা হয়েছে।

পদক প্রদান অনুষ্ঠানে দেশটিতে জাতিসংঘ স্থিতিশীলতা মিশনের (মনুস্কো) প্রধান ও জাতিসংঘ মহাসচিবের এই বিষয়ক বিশেষ প্রতিনিধি বিনতু কেইটা বলেন, চীনের শান্তিরক্ষীরা বরাবরের মতো কঠোর শৃঙ্খলা ও পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে স্থানীয় শান্তিরক্ষা ও উন্নয়নে অবদান রেখেছেন।

গণতান্ত্রিক কঙ্গোয় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত চাও বিন বলেন, জটিল ও কঠোর নিরাপত্তা পরিস্থিতির সামনে, চীনের ২৭তম শান্তিরক্ষী প্রকৌশল সৈন্য ও শাখা চিকিত্সা দলের সৈন্যরা সেতু ও রাস্তা নির্মাণ করেন, অসুস্থদের সুস্থ করেন এবং মানুষের জীবন রক্ষা করেন। তারা শান্তি রক্ষা ও মৈত্রী প্রতিষ্ঠার জন্য ইতিবাচক অবদান রেখেছেন এবং মনুস্কো ও গণতান্ত্রিক কঙ্গো সরকার এবং ডু সুদ কিভু প্রদেশের জনগণের উচ্চ প্রশংসা অর্জন করেছেন। (প্রেমা/হাশিম/ছাই)