চীন-ব্রাজিল পার্টি পর্যায়ের সেমিনারে দু’দেশের প্রেসিডেন্টদ্বয়ের শুভেচ্ছাবার্তা
2024-04-09 20:04:17

এপ্রিল ৯: আজ (মঙ্গলবার) চীন ও ব্রাজিলের দুই ক্ষমতাসীন পার্টির সপ্তম তাত্ত্বিক সেমিনার বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সেমিনারের সাফল্য কামনা করে দু’দেশের প্রেসিডেন্টদ্বয় পৃথক পৃথক শুভেচ্ছাবার্তা পাঠান।

চীনের প্রেসিডেন্ট সি তাঁর বার্তায় বলেন, ২০২২ সালের অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কুড়িতম জাতীয় কংগ্রেসে স্পষ্টভাবে দলের মূল দায়িত্ব চিহ্নিত করা হয়। এই দায়িত্ব হচ্ছে: গোটা চীনের বিভিন্ন জাতির জনগণকে নেতৃত্ব দিয়ে, সার্বিকভাবে আধুনিক ও শক্তিশালী সমাজতান্ত্রিক দেশ  গড়ে তোলা এবং দ্বিতীয় শত বর্ষের লক্ষ্য বাস্তবায়ন করা। এদিকে, ২০২৩ সালের জানুয়ারিতে ব্রাজিলের শ্রম পার্টি পুনরায় ক্ষমতায় আসে এবং ‘দ্রুত গতিতে প্রবৃদ্ধি অর্জনের পরিকল্পনা’ এবং ‘নতুন শিল্প পরিকল্পনা’সহ সার্বিক উন্নয়ন-পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের কাজ শুরু করে। এবারের চীন ও ব্রাজিলের দুই পার্টির তাত্ত্বিক সেমিনার ঠিক সময়ে আয়োজন করা হয়েছে; এর গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে।

ব্রাজিলের প্রেসিডেন্ট তাঁর বার্তায় বলেন, চলতি বছর চীন ও ব্রাজিলের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী। গতবছর চীনের প্রেসিডেন্ট সি’র সঙ্গে দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করেছে ব্রাজিল। দু’দেশের পার্টি, সরকার ও জনগণের মধ্যে বিনিময় আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)