ন্যায়বিচারকে সমুন্নত রাখতেই মার্কিন খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে চীন: জাতিসংঘে চীনা দূত
2024-04-09 19:27:30

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: আন্তর্জাতিক ন্যায়বিচারকে সমুন্নত রাখার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন খসড়া প্রস্তাবে চীন ভেটো প্রদান করেছে বলে জানিয়েছেন জাতিসংঘে চীনা দূত তাই পিং। সোমবার তিনি নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা ব্যবহারের বিষয়ে চীনের দৃঢ় অবস্থানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতার ব্যবহার নিয়ে বিতর্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ভাষণ দিতে গিয়ে, জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের চার্জ ডি অ্যাফেয়ার্স তাই পিং ব্যাখ্যা করেছেন গাজা নিয়ে মার্কিন-প্রস্তাবিত খসড়া প্রস্তাব বিষয়ে কেন চীন, আলজেরিয়া এবং রাশিয়ার সাথে একত্রে ২২শে মার্চ দৃঢ়ভাবে বিরোধিতা করেছিল। তিনি "আন্তর্জাতিক ন্যায়বিচার, জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও মর্যাদা এবং নিরাপত্তা পরিষদের দায়িত্ব ও কর্তৃত্ব বজায় রাখার প্রয়োজনীয়তা" তুলে ধরেন।

তিনি বলেন, "মার্কিন খসড়া প্রস্তাবটি পরিষদের সদস্যদের ঐকমত্য থেকে বিচ্যুত এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার বিপরীত। প্রস্তাবটি গৃহীত হলে, এর অর্থ হবে গাজায় হত্যাকাণ্ড চলতে থাকবে। এর অর্থ হবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জঘন্য কাজ।”

তিনি জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ লাভের জন্য চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং এই বিষয়ে নিরাপত্তা পরিষদের কাছ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, "গাজা সংঘাত শুরুর পর থেকে, আন্তর্জাতিক সম্প্রদায় একটি যুদ্ধবিরতি এবং যুদ্ধের অবসানের জন্য অপ্রতিরোধ্যভাবে আহ্বান জানিয়ে আসছে, জরুরীভাবে নিরাপত্তা পরিষদের কাছ থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আশা করা হচ্ছে”।

তিনি যুদ্ধবিরতিতে বারবার বাধা দেওয়ার জন্য এবং এর খসড়া রেজোলিউশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন।

শান্তা/ফয়সল