সি চিন পিংয়ের সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাত
2024-04-09 20:12:19

এপ্রিল ৯: রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ আজ (মঙ্গলবার) বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত্ করেন।

সাক্ষাতে সি চিন পিং বলেন, চলতি বছর হলো দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। দু’দেশ জয়-জয় সহযোগিতার এক নতুন পথে সামনে এগিয়ে চলেছে, যা দু’দেশ ও দু’দেশের জনগণের জন্য কল্যাণকর প্রমাণিত হয়েছে।  

সি বলেন, তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবেন, যাতে দু’দেশের সম্পর্ককে সুষ্ঠু ও স্থিতিশীলভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।

সি জোর দিয়ে বলেন, চীন রুশ জনগণকে দেশের জাতীয় অবস্থার সাথে মানানসই উন্নয়নের পথ অনুসরণে সমর্থন দিয়ে যাবে। চীন রাশিয়ার সন্ত্রাসবাদ দমন এবং সামাজিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষার কাজকেও সমর্থন করে। চীন বরাবরই রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারাপ করতে আসছে। চীন রাশিয়ার সাথে দ্বিপক্ষীয় যোগাযোগ এবং ব্রিক্স ও শাংহাই সহযোগিতা সংস্থার আওতায় বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

জবাবে লাভরভ বলেন, প্রেসিডেন্ট সি’র নেতৃত্বে চীন অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং অন্যান্য দেশের জন্য অভিন্ন উন্নয়নের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে। রাশিয়া এর প্রশংসা করে। রাশিয়ার বৈদেশিক নীতির অগ্রাধিকার হল চীনের সাথে সম্পর্ককে ব্যাপকভাবে উন্নত করা। প্রেসিডেন্ট পুতিনের পুনঃনির্বাচন রাশিয়া-চীন সম্পর্কের ধারাবাহিকতা নিশ্চিত করবে।

তিনি বলেন, দু’দেশের সম্পর্ক সমতা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে গড়ে তোলা হয়েছে। রাশিয়া চীনের সাথে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা জোরদার, বিশ্বের অন্যান্য দক্ষিণ দেশের সাথে ঐক্য ও সহযোগিতা জোরদার এবং আরও ন্যায্য ও সমত আন্তর্জাতিক শৃখঙ্লা গড়ে তোলার জন্য অবদান রাখতে ইচ্ছুক।

 (ছাই/আলিম)