সংঘর্ষ শুরুর পর গাজায় সবচেয়ে বড় ত্রাণবহর
2024-04-09 11:28:28

এপ্রিল ৯: মানবিক ত্রাণসামগ্রী বহনকারী ৪১৯টি ট্রাক গতকাল (সোমবার) সন্ধ্যায় গাজায় প্রবেশ করেছে। এটি ছিল এ দফা ফিলিস্তিন-ইসরায়েল সংঘর্ষ শুরু হবার পর গাজায় সবচেয়ে বড় ত্রাণবহর। একই দিন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রকাশিত এক বিবৃতিতে খবরটি জানানো হয়।

বিবৃতি অনুযায়ী, ট্রাকগুলো ইসরায়েল ও গাজার মধ্যে কেরেম শালোম বন্দর ও নিতজানা বন্দরের মাধ্যমে গাজায় প্রবেশ করে।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলী বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি ভূখণ্ড সমন্বয় কার্যালয় প্রতিদিন গাজায় খাদ্য ও মানবিক ত্রাণ-সামগ্রী বহনকারী কয়েকশ’ ট্রাকের জন্য যাতায়াত সুবিধা দিচ্ছে।

(প্রেমা/হাশিম/ছাই)