শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন টিকিয়ে রাখার আস্থা ও সামর্থ্য রয়েছে চীনের, বললেন চীনা প্রধানমন্ত্রী
2024-04-09 19:31:19

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক:  শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন টিকিয়ে রাখার আস্থা ও সামর্থ্য চীনের রয়েছে বলে মত প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং। সোমবার চীনা প্রধানমন্ত্রী অর্থনৈতিক কাজের বিষয়ে মতামত চাওয়ার জন্য বৈঠকে সভাপতিত্ব করে এ কথা বলেন। অর্থনীতির বর্তমান অবস্থা এবং পরবর্তী পদক্ষেপের জন্য কাজ সম্পর্কে মতামত জানাতে অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং উদ্যোক্তাদের সাথে একটি সিম্পোজিয়াম আহ্বান করেন লি ছিয়াং।

বৈঠকের সময়, অংশগ্রহণকারীরা ঐকমত্যে পৌঁছেছেন যে একটি জটিল বাহ্যিক পরিবেশ এবং দীর্ঘস্থায়ী অসুবিধা এবং চ্যালেঞ্জ সত্ত্বেও, চীনা অর্থনীতির ক্রমবর্ধমান ইতিবাচক কারণ এবং বাজারের আস্থা জোরালোভাবে এগিয়ে চলছে।

উপস্থিতদের বক্তৃতা শোনার পর চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি বাহ্যিক পরিবেশে ক্রমবর্ধমান জটিলতা, তীব্রতা এবং অনিশ্চয়তার কথা স্বীকার করেন। তবে, তিনি জোর দিয়ে বলেন, চীনের উন্নয়ন, একটি দৃঢ় ভিত্তি, বহুবিধ সুবিধা এবং অপার সম্ভাবনার সমন্বয়, এই অর্থনীতি দীর্ঘমেয়াদে তার ঊর্ধ্বমুখী প্রবণতা পরিবর্তন করবে না।

লি বলেন, শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন টিকিয়ে রাখার আস্থা ও সামর্থ্য রয়েছে চীনের।

চীনা প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও প্রজ্ঞার অবদান রাখার জন্য এবং উদ্যোক্তাদের উদ্ভাবন ও উন্নয়নের দিকে মনোনিবেশ করতে এবং ব্যবসার সুযোগ সক্রিয়ভাবে অন্বেষণ করার আহ্বান জানান।

শান্তা/ফয়সল