ঢাকায় চালু হচ্ছে চাইনিজ ভিসা সেন্টার
2024-04-09 19:32:14

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীদের জন্য রাজধানী ঢাকায় চালু হচ্ছে চাইনিজ ভিসা সেন্টার। আগামী ১১ এপ্রিল থেকে সেন্টারটি চালু হবে বলে জানানো হয় বাংলাদেশের চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সেন্টার চালুর পর থেকে সাধারণ পাসপোর্টধারীরা আর দূতাবাসে গিয়ে ভিসার আবেদন করতে পারবেন না। তবে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসার আবেদন দূতাবাসে গিয়েই করতে হবে।

দূতাবাস কর্তৃক ধার্যকৃত ভিসা ফি এবং প্রযোজ্য ক্ষেত্রে এক্সপ্রেস সার্ভিস ফি’র পাশাপাশি আবেদনের জন্য একটি ফি নেওয়া হবে। যার বিস্তারিত জানা যাবে ভিসা সেন্টারের ওয়েবসাইট visaforchina.cn-এ।

ভিসা সেন্টারের ঠিকানা হলো—প্রাসাদ ট্রেড সেন্টার (৩য় তলা), ৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। টেলিফোন নম্বর—022 2660 3261 ও 022 2660 3262, এবং ইমেইল ঠিকানা—dhakacenter@visaforchina.org।

ছুটির দিন ছাড়া ভিসা সেন্টার খোলা থাকবে রোববার থেকে বৃহস্পতিবার। আবেদন জমা এবং ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

সাধারণ পাসপোর্টধারীদের চীনের ভিসার জন্য আগে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে ভিসা সেন্টারের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য যেতে হবে ভিসা সেন্টারের কার্যালয়ে।

ফয়সল/শান্তা