চাও লেচির সঙ্গে ভিয়েতনামের জাতীয় পরিষদের সভাপতির বৈঠক
2024-04-09 14:48:07

এপ্রিল ৯: চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও লেচি গতকাল (সোমবার) বিকেলে বেইজিংয়ে মহা-গণভবনে ভিয়েতনামের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট বোন ডিন হোয়ে’র সঙ্গে বৈঠকে মিলিত হন।

চাও লেচি বলেন, দু’পক্ষের উচিত উচ্চ পর্যায়ের কৌশলগত নেতৃত্বে অবিচল থাকা, অভিন্ন কল্যাণের সমাজের ভিত্তি দৃঢ় করা, দু’দেশের কেন্দ্রীয় স্বার্থ ও গুরুত্বপূর্ণ উদ্বেগজড়িত বিষয়ে পরস্পরকে সমর্থন করা। উন্নয়ন কৌশলের সংযুক্তি জোরদার করা, বিশ্ব উন্নয়ন উদ্যোগ, বিশ্ব নিরাপত্তা উদ্যোগ এবং বিশ্ব সভ্যতা উদ্যোগে সহযোগিতা বেগবান করার পাশাপাশি ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগ এবং ‘দুটি করিডোর ও একটি বৃত্ত’ কৌশলগত পরিকল্পনা সংযুক্ত ও কার্যকর করা এবং বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা সম্প্রসারণ করা।

এ ছাড়াও, এতিহ্যবাহী মৈত্রী গভীরতর করে, দু’দেশের সম্পর্কের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে, জীবিকা, সংস্কৃতি ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা বাড়ানোর কথা বলেন চাও লেচি।

বোন ডিন হোয়ে বলেন, ভিয়েতনাম, চীনের সঙ্গে দু’পার্টির সাধারণ সম্পাদকদের গুরুত্বপূর্ণ মতৈক্য কার্যকর করে, বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করে এবং গভীরভাবে কৌশলগত তাত্পর্যপূর্ণ ভিয়েতনাম-চীন অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা বেগবান করতে চায়। এ ছাড়াও ভিয়েতনাম, চীনের জাতীয় গণকংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ বিনিময় জোরদার করে, গণতান্ত্রিক আইনের বিনিময় ও পারস্পরিক শিক্ষা জোরদার করে, অব্যাহতভাবে দু’দেশের জনগণের মৈত্রী বাড়াতে ইচ্ছুক বলে জানান বোন ডিন হোয়ে । (প্রেমা/হাশিম/ছাই)