চীন ও রাশিয়া অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে থাকবে: ওয়াং ই
2024-04-09 19:16:54

এপ্রিল ৯: চীন ও রাশিয়া অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিশ্বায়নের পক্ষে কাজ করে যাবে এবং যৌথভাবে সবধরনের একতরফাবাদ ও সংরক্ষণবাদের বিরোধিতা করবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ (মঙ্গলবার) বেইজিংয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে আলোচনার পর এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

                                               

ওয়াং ই বলেন, উভয় পক্ষকে সর্বদা রাষ্ট্রীয় কূটনীতির কৌশলগত নির্দেশিকা অনুসরণ করে যেতে হবে। চলতি বছর দুই দেশের রাষ্ট্রপ্রধানদ্বয়, বিভিন্ন মাধ্যমে, ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবেন। উভয় পক্ষকে দুই রাষ্ট্রপ্রধানের যৌথ সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে।

তিনি বলেন, উভয় পক্ষকেই সর্বদা সংঘাত ও তৃতীয় পক্ষকে লক্ষ্যবস্তু বানানোর নীতির বিরোধিতা করে যেতে হবে এবং সর্বদা ন্যায়ের পক্ষে থাকতে হবে। দু’পক্ষের উচিত সর্বদা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উপকৃত হবার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

ওয়াং ই বলেন, চীন ও রাশিয়া অভিন্ন স্বার্থে কাজ করে যাবে, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা বাড়াবে, এবং অভিন্ন সাফল্য অর্জন করবে। দু’দেশ আন্তর্জাতিক শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখতে এবং একটি সমান ও সুশৃঙ্খল বহুমুখী বিশ্বের জন্য কাজ করে যাবে। পাশাপাশি, দু’দেশ আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করবে।

তিনি আরও বলেন, চলতি বছর রাশিয়া ব্রিক্সের সভাপতিরাষ্ট্র হিসেবে কাজ করছে, এবং চীনও সামনে সাংহাই সহযোগিতা সংস্থার  পালাক্রমিক সভাপতিরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে। উভয় পক্ষ একে অপরের কাজকে সমর্থন করবে এবং বিশ্ব শাসনে "দক্ষিণ সময়"-কে আলোকিত করবে। (স্বর্ণা/আলিম/ছাই)