জাতিসংঘের সদস্য হওয়ার ফিলিস্তিনি আবেদন নিরাপত্তা পরিষদে যাচাই
2024-04-09 17:29:05


এপ্রিল ৯: গতকাল (সোমবার) জাতিসংঘের আনুষ্ঠানিক সদস্যদেশ হওয়ার ফিলিস্তিনি আবেদন পুনরায় যাচাই করে নিরাপত্তা পরিষদ।

এর আগে, সোমবার সকালে প্রথমে এই আবেদনপত্র নিয়ে রুদ্ধদ্বার আলোচনা করে নিরাপত্তা পরিষদ। পরে, পরিষদ আবেদনপত্রটি ‘নতুন সদস্যদেশ গ্রহণকারী কমিটি’র কাছে পাঠায়। সেদিন বিকেলে কমিটি আলোচনার পর একটি রিপোর্ট নিরাপত্তা পরিষদে পেশ করে। 

এখন, ফিলিস্তিনের আবেদন বিবেচনার জন্য, জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠানো হবে কি না, সে সিদ্ধান্ত নেবে নিরাপত্তা পরিষদ। (ওয়াং হাইমান/আলিম/ছাই)