চীন বিষয়ক গবেষনার বৈশ্বিক ফোরাম শুরু
2024-04-09 19:36:33

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক:  চীনের উন্নয়ন সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত ভাগ করে নিতে ফোরাম অন গ্লোবাল চায়না স্টাডিজ রিসার্চ শুরু হয়েছে। সোমবার বেইজিংয়ে শুরু হয় এই ফোরাম। এতে ২০ টিরও বেশি দেশ থেকে ৬০ জনের বেশি বিশেষজ্ঞ অংশগ্রহণ করেছেন।

ফোরামটি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন ফর চায়না স্টাডিজের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। এটি গেল বছরের নভেম্বরে চীন স্টাডিজ-সাংহাই ফোরামের বিশ্ব সম্মেলনের সময় প্রতিষ্ঠিত হয়। দর্শন এবং সামাজিক বিজ্ঞানের ক্ষেত্রে চীনা একাডেমি অফ সোশ্যাল সায়েন্সেস একটি শীর্ষস্থানীয় একাডেমিক সংস্থা এবং গবেষণা কেন্দ্র।

ইভেন্টটি, চীন গবেষণার সর্বশেষ ধারা প্রদর্শন করে ও বিশ্বব্যাপী গবেষকদের ধারণা বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। নতুন মানের উত্পাদনশীল শক্তি এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাবের উপর দৃষ্টি নিবদ্ধ করে বিশেষজ্ঞরা চীনের আধুনিকীকরণের বিষয়ে মতামত শেয়ার করেছেন।

দুই দিনব্যাপী এই ফোরামে চীনা আধুনিকায়ন এবং বৈশ্বিক উন্নয়ন, চীনের উদ্ভাবন এবং এআই নীতি নিয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।

ঐশী/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি