উদ্ভাবনে বিনিয়োগ বাড়াচ্ছে চীনের এসএমই
2024-04-09 19:34:26

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ক্ষুদ্র ও মাঝারি তথা এসএমই উদ্যোক্তারা চলতি বছরের শুরু থেকেই তাদের গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ বাড়িয়েছে। মঙ্গলবার চীনের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অ্যাসোসিয়েশনের প্রকাশিত তথ্যে জানা গেছে এ খবর।

প্রতিবেদনে উদাহরণ হিসেবে বলা হয়েছে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের হুচৌ শহরের একটি হিমাগারের কথা। ওই প্রতিষ্ঠানে উন্নত প্রযুক্তির মোটর প্রতিস্থাপন এবং মাইনাস ৫০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় খাদ্যপণ্য সংরক্ষণ করা যাচ্ছে বলে তাদের বাণিজ্যের আকার বেড়েছে ৪০ শতাংশ পর্যন্ত।

এতে আরও জানানো, হয়, শানতোং প্রদেশের লিন ই সিটির একটি প্রতিষ্ঠান তৈরি করছে এমন এক পরিবেশবান্ধব সার যা একই সঙ্গে কীটনাশক হিসেবেও কাজ করবে। গবেষণায় পাওয়া নতুন এ পণ্যের কারণে তাদের বিক্রিও বেড়েছে।

চীনের এসএমই অ্যাসোসিয়েশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মা বিন জানালেন, এ বছরের প্রথম ত্রৈমাসিকে ২৫ শতাংশেরও বেশি প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে।

এখন পর্যন্ত, চীনে নতুন পণ্য উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে এমন এসএমই’র সংখ্যা প্রায় ১ লাখ ২৪ হাজারে দাঁড়িয়েছে। এদের মধ্যে প্রায় ১২ হাজার উদ্যোগ বড় প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে রয়েছে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি