বন্য হাতির বিরল দৃশ্য
2024-04-09 19:25:56

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: বন্য হাতির পাল ঘুরে বেড়াচ্ছে। মনের আনন্দে কাদায় গড়াগড়ি যাচ্ছে হস্তিশাবক। এমন সব বিরল দৃশ্য ধরা পড়েছে ভিডিও ক্যামেরায়। দক্ষিণ পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশের চিয়াংছেং কাউন্টির খাংফিং টাউনশিপে দেখা গেছে এমন দৃশ্য। এখানে ধারণ করা মূল্যবান ভিডিও ফুটেজে ২৯টি এশীয় বন্য হাতিকে চরতে ও খেলা করতে দেখা যায়।

এই এলাকায় ৫০টির বেশি বুনো হাতি আছে। এরা ছোট ছোট দলে ভাগ হয়ে বিচরণ করে। ফুটেজে দেখা যায় একটি বাচ্চা হাতিকে ঘিরে তার পুরো পরিবার রয়েছে। ফুয়ার শহরের ফরেস্ট ফায়ার ব্রিগেডের বন্য হাতির মনিটর ওয়াং চাওফু জানান, "মনিটরিং ক্লিপগুলো থেকে বোঝা যায় চিয়াংছেং কাউন্টিতে এশিয়ান হাতির শাবকের সংখ্যা বেড়েছে।  আটটি শাবকের দেখা পাওয়া গেছে। এই অল্পবয়সী হাতিগুলো মজাদার, তারা প্রাপ্তবয়স্কদের অনুকরণ করে মশা তাড়াতে ও নিজেদের গায়ে ধুলো দেওয়ার মতো আচরণ শিখেছে।’

একটু দূরে দেখা যায় একটি হস্তি পরিবার জলের মধ্যে খেলা করছে। চিয়াংছেং কাউন্টির এশিয়ান হাতি মনিটর তিয়াও ফাসিং বলেন, "২৭ ফেব্রুয়ারি জন্ম নেওয়া একটি শাবকসহ ১০ টিরও বেশি এশীয় হাতিকে নদীতে গোসল করতে দেখা গেছে। তারা সম্প্রতি গরম আবহাওয়ার কারণে স্নানের জন্য নদীতে ঘন ঘন আসছে।"

নদীতে গোসলের পরে শাবকসহ পরিবারটি কাদায় গড়াগড়ি দেয়। বাচ্চাটি বড়দের অনুকরণ করে।

তিয়াও বলেন, "এশীয় হাতিরা শীতল হতে, মশা তাড়াতে এবং খনিজ খোঁজার জন্য কাদা স্নান উপভোগ করে। তাদের সাঁতার বা স্নানের সময়, তারা প্রায়শই তাদের শুঁড় পানিতে ডুবিয়ে দেয়, তারা লবণ বা খনিজ অনুসন্ধান করার সময় ফু দিয়ে বুদবুদ বানায়।”

এশিয়ান হাতি, রেইনফরেস্ট ইকোসিস্টেমেরঅন্যতম প্রধান সদস্য। এরা প্রধানত ইয়ুননান প্রদেশে থাকে এবং  চীনে শীর্ষ-স্তরের জাতীয় সুরক্ষা মর্যাদা উপভোগ করে।

শান্তা/ফয়সল