বেইজিংয়ে চীন ও মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক
2024-04-09 20:05:14

এপ্রিল ৯: আজ (মঙ্গলবার) বিকেলে বেইজিংয়ের গণমহাভবনে মাইক্রোনেশিয়ার সফররত প্রেসিডেন্টের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, চলতি বছর চীন ও মাইক্রোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী। দু’দেশ সবসময় একে অপরকে সম্মান করে আসছে, একে অপরের সাথে সমান আচরণ করে আসছে। মাইক্রোনেশিয়ার সাথে বিভিন্ন পর্যায়ের বিনিময় ও সংলাপ বজায় রাখতে, বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক কল্যাণকর সহযোগিতা জোরদার করতে, এবং দু’দেশের সম্পর্ককে এগিয়ে নিতে চীন ইচ্ছুক। সেই সাথে, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কাঠামোতে, মাইক্রোনেশিয়াকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা দিতেও চীন প্রস্তুত।

জবাবে মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর, দু’দেশ সবসময় পারস্পরিক সম্মান ও একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করার নীতি মেনে এসেছে। বিগত বছরগুলোতে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও লক্ষণীয় উন্নয়ন সাধিত হয়েছে।

তিনি আরও বলেন, মাইক্রোনেশিয়া সর্বদা ‘এক চীন-নীতি’-তে অবিচল থেকেছে ও ভবিষ্যতেও থাকবে। বিশ্বে একটি মাত্র চীন আছে এবং গণপ্রজাতন্ত্রী চীনের সরকার তার একমাত্র বৈধ সরকার। পাশাপাশি, তাইওয়ানকেও চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মানে মাইক্রোনেশিয়া। হংকং, সিনচিয়াং ও সিচাং ইস্যুতেও চীনকে সমর্থন করে তাঁর দেশ।

আলোচনাশেষে দুই নেতা ‘বেল্ট অ্যান্ড রোড’, সবুজ উন্নয়ন, কৃষি, চিকিত্সা ও স্বাস্থ্য, অবকাঠামো নির্মাণ এবং উন্নয়ন ও সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক দলিলপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকেন। (ওয়াং হাইমান/আলিম/ছাই)