শস্য উৎপাদন বাড়াতে প্রচারণা শুরু চীনে
2024-04-09 19:33:24

এপ্রিল ৯, সিএমজি বাংলা ডেস্ক: খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় চীন আগামী বছরগুলোতে শস্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে।

স্টেট কাউন্সিলের দ্বারা প্রকাশিত একটি কর্মপরিকল্পনা অনুসারে, ২০৩০ সালের মধ্যে শস্য উৎপাদন ক্ষমতা ৫ কোটি টনের বেশি বাড়ানোর লক্ষ্য নিয়েছে চীন। এর মধ্যে শস্য উৎপাদনের এলাকা দাঁড়াবে ১৭৫ কোটি মু তথা ১১ কোটি ৭০ লাখ হেক্টরে। প্রতি মু জমিতে ফলন হবে ৪২০ কেজি।

চীন পরপর ৯ বছর ধরে ৬৫ কোটি টনেরও বেশি শস্য ফলিয়ে আসছে। মাথাপিছু যা ৪৯৩ কেজি। সামনের দিনগুলোতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য উৎপাদন আরও বাড়ানোর প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের এক কর্মকর্তা।

স্টেট কাউন্সিলের পরিকল্পনায় বলা হয়েছে শস্য উৎপাদন বৃদ্ধিতে ভুট্টা ও সয়াবিনের অবদানই হবে বেশি। চাল ও গমের ক্ষেত্রে, গুণগত মানের উন্নয়ন ও উৎপাদন কাঠামো অনুকূল করার উপর জোর দেওয়া হয়েছে বেশি। স্থানীয় পরিবেশের ওপর ভিত্তি করে আলুসহ অন্যান্য শস্যের উৎপাদন বাড়ানো হবে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি